শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:৪০ অপরাহ্ন

বানিয়াচংয়ে শ্বশুরবাড়িতে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল জামাইয়ের

বানিয়াচং প্রতিনিধি: হ‌বিগ‌ঞ্জের বানিয়াচংয়ে শশুর বাড়িতে বেড়াতে এসে সংঘর্ষ থামাতে গিয়ে নজরুল ইসলাম নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বানিয়াচং উপজেলার ২নং ইউনিয়নেের ৩নং ওয়ার্ডের আদর্শ গ্রামে এ ঘটনা ঘঠে।

খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘঠনাস্থল পরিদর্শন করেন। নিহত নজরুল ইসলাম (৩৫) আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ কদমতারা গ্রামের মৃত মোনাফ মিয়ার পুত্র। তিনি পার্শ্ববর্তী বানিয়াচংয়ের আদর্শগ্রামের ছালেক মিয়ার জামাতা।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে আদর্শগ্রামে শ্বশুর ছালেক মিয়ার বাড়িতে বেড়াতে যান নজরুল। ওই দিন বিকেলে তার শ্যালক আলমগীর হোসেনের শিশু কন্যা নিঝুমের সঙ্গে পার্শ্ববর্তী মোস্তাক মিয়ার কন্যা রিমু আক্তারের মারবেল খেলা নিয়ে ঝগড়া বাঁধে। শিশুদের ঝগড়া এক পর্যায়ে উভয় পরিবারের বড়দের মধ্যে ছড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে নজরুল সংঘর্ষ থামাতে ঘর থেকে বের হন। এ সময় মোস্তাক মিয়ার লোকজন নজরুলকে পেছন থেকে লা‌ঠি দিয়ে আঘাত করলে সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাৎক্ষণিক নজরুলকে উদ্ধার করে হ‌বিগঞ্জ আধুনিক সদর হাসপাতা‌লে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।

বা‌নিয়াচং থানার ও‌সি (তদন্ত) আবু হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনো কোনো অভিযোগ আমরা পাইনি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.