মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
১২ কোটি টাকা ব্যয়ে রাজনগরে সড়ক সংস্কারের ভিত্তিপ্রস্তর করলেন এমপি জিল্লুর রহমান আওয়ামী লীগ মানুষের শিক্ষার অধিকার নিশ্চিত করেছে -এমপি আবু জাহির ভারতের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের সিলেটে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড শ্রীমঙ্গল রাজনগরে চোলাই মদসহ আটক -১ দেড়শ রানেই ভারতকে আটকাল বাংলাদেশ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলেয়া আক্তারকে শায়েস্তাগঞ্জের বাণীর সম্মাননা প্রদান শায়েস্তাগঞ্জ নদীতে গোসল করতে নেমে ২ ভাই নিখোঁজের পর একজনের লাশ উদ্ধার আজমিরীগঞ্জে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে প্রশিক্ষন না করানো ও সম্মানহানিকর বক্তব্যের অভিযোগ

তাহিরপুরে, বীর মুক্তিযোদ্ধার সন্তানের ঘর আগুনে পুড়ে চাইঁ

শামছুল আলম আখঞ্জী তাহিরপুর( সুনামগঞ্জ) সংবাদদাতা:- সুনামগঞ্জের তাহিরপুরে বৈদ্যুতিক শটের আগুন লেগে বীর মুক্তিযোদ্ধা নূরুল হকের ছেলে মাহবুর এলাহির বসত গৃহসহ আসবাবপত্র আগুনে পুড়ে চাইঁ। প্রায় ৪লক্ষ টাকার  মালামাল ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে ।
শুক্রবার  (১৯ জানুয়ারী)  রাত ৩টার সময় উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর কান্দাহাটি গ্রামে এ ঘটনাটি ঘটে।  ভুক্তভোগী, স্থানীয় প্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়,  আগুনের সূত্রপাত ধারণা করা হচ্ছে  বৈদ্যুতিক শটের মাধ্যমে হয়েছে ।
ভুক্তভোগী মাহবুর এলাহি  জানান, আমি বাড়িতে ছিলাম না,চিকিৎসার জন্য সিলেট গিয়াছিলাম, খবর পেয়ে সকালে এসেছি, বাড়িতে এসে শুনলাম পরিবারের লোকজন সবাই  খাবার খেয়ে ঘুমের ঘরে ছিল। কখনো আগুন লেগেছে বলতে পারে না। পাশের বাড়িতে নলকূপ স্থাপন হচ্ছে, এখানে শ্রম গণ কাজ করছিলেন, হঠাৎ তাঁরা দেখতে পায় আমাদের বাড়িতে আগুন লেগেছে,দেখতে মাত্র দৌড়ে এসে ডাকতে শুরু করে, হাও মাউ করে চিৎকার দিলে পরিবারের লোকজন শব্দ  শুনে, উঠে দেখতে পায় ঘরে আগুন।  আগত লোকজন মিলে, ঘর থেকে ছেলে মেয়েকে বাহিরে নিয়ে যায়। পরে তারা দেখেছে বিদ্যুৎ এর তার পুড়ে ধলা হয়ে রয়েছে।  তাই তাদের ধারণা বৈদ্যুতিক শটের মাধ্যমে এ আগুনের সূত্র পাত হয়েছে। সব পুড়ে আমার আর কিছু রইল না। এই ঘরটিও নির্মাণ করে ছিলাম,   মুক্তি যোদ্ধার লোন তোলে। আমিও অসুস্থ, কি ভাবে পরিবারের ভরণপোষণ জানি না।
ভুক্তভোগী মাহবুর এলাহি , সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদর  ইউনিয়নের উজান তাহিরপুর কান্দা হাটির বীর মুক্তিযোদ্ধা নূরুল হকের  ছেলে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাজিম উদ্দীন এ ঘটনার সততা নিশ্চিত করে বলেন, আগুনে পুড়ে যাওয়ার খবর শুনেই, ঘটনার স্থলে এস আই মৃণাল কান্তি সরকারসহ পুলিশের ফোর্স পাঠিয়েছি, ধারণা করা হচ্ছে (প্রায়) আড়াই লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.