মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৬:২০ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
১২ কোটি টাকা ব্যয়ে রাজনগরে সড়ক সংস্কারের ভিত্তিপ্রস্তর করলেন এমপি জিল্লুর রহমান আওয়ামী লীগ মানুষের শিক্ষার অধিকার নিশ্চিত করেছে -এমপি আবু জাহির ভারতের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের সিলেটে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড শ্রীমঙ্গল রাজনগরে চোলাই মদসহ আটক -১ দেড়শ রানেই ভারতকে আটকাল বাংলাদেশ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলেয়া আক্তারকে শায়েস্তাগঞ্জের বাণীর সম্মাননা প্রদান শায়েস্তাগঞ্জ নদীতে গোসল করতে নেমে ২ ভাই নিখোঁজের পর একজনের লাশ উদ্ধার আজমিরীগঞ্জে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে প্রশিক্ষন না করানো ও সম্মানহানিকর বক্তব্যের অভিযোগ

সুনামগঞ্জে বিজয়ী হলেন যারা

নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর) নৌকার প্রার্থী রনজিত চন্দ্র সরকার নৌকা প্রতীকে ১ লাখ ১৭১ টি ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোয়াজ্জেম হোসেন রতন কেটলী প্রতীকে ৪৮ হাজার ৩১৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামী লীগের প্রয়াত এমপি সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্ত কাঁচি প্রতীকে ৬৭ হাজার ৭৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকার প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ ৫৮ হাজার ৬৭২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথ) আসনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে ১ লাখ ২৬ হাজার ৯৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা শাহিনুর পাশা তৃণমূল বিএনপি সোনালী আঁশ প্রতীকে ভোট পেয়েছেন মাত্র ৪ হাজার ৯৫টি।

সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনে নৌকার প্রার্থী বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান ও ইসির সাবেক সচিব মোহাম্মদ সাদিক ৯০ হাজার ৩৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থীর পীর ফজলুর রহমান মিসবাহ ৩১ হাজার ৭১৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে আ.লীগের প্রার্থী মুজিবুর রহমান মানিক নৌকা প্রতীকে ১ লাখ ১৯ হাজার ৪০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম আহমদ চৌধুরী ঈগল প্রতীক ৯১ হাজার ৮৮৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.